নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে কটূক্তির প্রতিবাদে গণ মিছিলের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নুর। রবিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহিদ মিনারের সামনে মিছিলের সামনের সারিতে থাকা ছৈয়দ নূর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিএনপি নেতা কক্সবাজার শহরের পিএমখালী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি বলেন, আমাদের নেতা কক্সবাজারের সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে গতকাল এনসিপির এক নেতা কটূক্তি করেন। তার প্রতিবাদে আজকে গণমিছিলে হাজারো মানুষ যোগ দেন।
সৈয়দ নূরও মিছিলসহকারে আসার পথে শহিদ মিনারের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই নেতার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে জানান তিনি। তার মৃত্যুতে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.