নিজস্ব প্রতিবেদক// বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কবীর আকন ও জব্বার বেপারি। তারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে এক তরুণীকে বাড়ি ফেরার পথে একটি বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়।
এ ঘটনার পর ওই তরুণীর মামা মোক্তার হোসেন রাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মোক্তার হোসেন রাড়ী জানান, তার ভগ্নিপতি আ. হক বেপারী ও ভাগিনা আ. করিম বেপারী মেয়েটিকে বাগানে নিয়ে যান। পরে তার মরদেহ ধর্ষণের পর খালে ফেলে দেয়া হয়।
পুলিশ খাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে পাঠানো হয়। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.