নিজস্ব প্রতিবেদক// দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট, জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিনকে ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে ‘পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শন, করা হয়।
আকতার ফারুক শাহিনের হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী মো নুরুদ্দিন আহম্মেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মাহমুদ। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জামিউর রহমান লেমন।
প্রসঙ্গত, এরআগে সাংবাদিকতায় ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন আকতার ফারুক শাহিন। টানা ৩৭ বছর ধরে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নসহ সামগ্রিক সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি করছেন তিনি।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.