বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আমীর এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনভর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী (ফুটবল) বিতরণ করেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলা হতে পারে কার্যকর হাতিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলামবিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন তিনি কেবল শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, যুব সম্প্রদায়ের মাঝেও ফুটবল বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
একইসাথে তিনি পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সাথে বৈঠকে মিলিত হন এবং শিক্ষা উন্নয়ন, চরিত্র গঠন ও খেলাধুলার মাধ্যমে যুবকদের সম্পৃক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.