স্টাফ রিপোর্টার,বরিশাল// বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের চাঞ্চল্যকর বাবুল বেপারীকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিহতের বড়ভাই আব্দুল জলিল বেপারী বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর মৃধারহাট এলাকায় আত্মগোপনে থাকা সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহারে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১২ সেপ্টেম্বর বিকেলে বজায়শুলী গ্রামের মৃত গহর আলী বেপারীর ছেলে কৃষক বাবুল বেপারীকে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজনে। ওই সময় আলীম বেপারী ও রেশমা আক্তারসহ ৭/৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় নিহত বাবুলের বড় ভাই আব্দুল জলিল বেপারী বাদি হয়ে থানায় করিম মল্লিকসহ ১২ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫ জনসহ ২৭ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলো-বজায়শুলী গ্রামের করিম মল্লিক, তার ছেলে রফিক মল্লিক, শফিক মল্লিক, ইয়াসিন মল্লিক, ইউনুস সরদারের ছেলে রাজ্জাক সরদার, নজরুল সরদার ও মুলাদী পৌরসভার চরডিগ্রি গ্রামের আব্দুল করিম খান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.