এদের মধ্যে ১১ জনই শাসক হিসাবে সুপ্রিমকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছেন। প্রসঙ্গত,পুরুষই পুরুষকে নেতৃত্ব হয়ে বিতাড়িত করেছে। এজন্য নারী আন্দোলনের ফল ছিল না।
নারী শাসিত দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তৃতীয় দল জাতীয় পার্টির সংসদীয় দলের নেতাও একজন নারী রওশন এরশাদ।
এরশাদের জীবদ্দশায়ই তার পত্নী রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরই নির্দেশিত পথে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশ সরকারের যাত্রা শুরু।
পরবর্তীতে ক্রমে রাষ্ট্রশাসন ক্ষমতা পরিচালনা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সা’দত মোহাম্মাদ সায়েম, জেনারেল জিয়াউর রহমান, বিচারপতি আব্দুস সাত্তার, বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দীন চৌধুরী ও হুসাইন মুহম্মদ এরশাদ।
১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ৬ ডিসেম্বর এরশাদের পতন হলে তিন জোটের ঐতিহাসিক রূপরেখার ভিত্তিতে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নিবার্চনের বিএনপি সংখ্যাগরিষ্ঠ্য দল হিসাবে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।
বিরোধী দলের নেতা হন শেখ হাসিনা। তীব্র আন্দোলনের মুখে বিএনপি সরকারের পতন ঘটলে ১৯৯৬ সালে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
প্রধানমন্ত্রীর সমমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা হিসাবে ১৯৯৬ সালের ১২ জুন সংসদ নির্বাচন আয়োজন করেন। ২৩ জুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। বিরোধী দলের নেতা নির্বাচিত হন খালেদা জিয়া।
সাংবিধানিকভাবে ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। পহেলা অক্টোবরের নির্বাচনে বিএনপি- জামাত জোট সরকার গঠন করে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন।
২০০৬ সালের শেষদিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ নিয়ে চরম রাজনৈতিক সংকট দেখা দিলে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দীন আহমেদ প্রধান উপদেষ্টা হন। কিন্তু রাজনৈতিক সংকট সংহিতা’য় রূপ নিলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। ডঃ ফখরুদ্দীন আহমেদ প্রধান উপদেষ্টা পদে আসীন হন।
শেখ হাসিনা ও খালেদা জিয়া কারারুদ্ধ হন। তাদের মুক্তি আন্দোলন জোরদার হতে থাকলে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সংসদ নির্বাচন দেয়। ওই নির্বাচনে মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খালেদা জিয়া বিরোধী দলের নেতা হন।
সুপ্রিমকোর্ট কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বিএনপি নির্বাচন বয়কট করে। সর্বশেষ নির্বাচনে বিএনপি অংশ নিলেও রায় প্রত্যাখ্যান করে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হিসাবে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন।
বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ১৯০৩ সালে চরম আন্দোলনের মুখে প্রথম নারীরা ভোটাধিকার অর্জন করে। আর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নারীরা ভোটাধিকার লাভ করে। এর ২৩ বছর পর ১৯২৬ সালে।