নিজস্ব প্রতিবেদক// বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। নতুন পোশাক পেয়ে খুশি হাসপাতালের সরকারি দুই শতাধিক কর্মচারী। পোশাক বিতরণকালে কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দেন পরিচালক।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪র্থ শ্রেণি পদে কর্মচারী রয়েছেন ১৯৫ জন। এর মধ্যে এমএলএসএস (অফিস সহায়ক) ১০৪ জন, সর্দার ১ জন, পরিচ্ছন্নতা কর্মি ৭৪ জন ও বাবুর্চি ১৬ জন। ফলে কর্মচারীরা ওয়ার্ডে ডিউটিরত থাকলেও কে হাসপাতালের কর্মচারী তা নির্ধারণ করতে পারতেন না রোগী ও স্বজনরা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের সকল স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করার নির্দেশ দিলেও পোশাক নেই কিংবা পোশাক ছিড়ে গেছে এমন অজুহাত দেখিয়ে স্টাফরা পোশাক পরিধান করতে না।
এ অবস্থাতে হাসপাতালের ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করার উদ্যোগ নেন পরিচালক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর । পুরুষ কর্মচারীর প্রত্যেকে মাঝে ১টি করে হাফ সাফারি ও ফুল সাফরি, ১ জোড়া সু, ২ জোড়া মোজা ও ছাতা বিতরণ করা হয়। মহিলা কর্মচারীর প্রত্যেকের মাঝে ২টি সুতি করে জর্জেট শাড়ি (সায়া, ব্লাউজসহ), ২ জোড়া বাটার জুতা ও মহিলা ছাতা বিতরণ করা হয়।
পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনায়েম সাদ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.