নিজস্ব প্রতিবেদক // বরিশালে ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসহ ১৭ মামলার আসামি সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে দা পলাশকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর জিলা স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তিনি বলেন, তার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণচেষ্টাসহ তিনটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ধর্ষণচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু’টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এছাড়াও পলাশের বিরুদ্ধে আদালতে ১৭টি মামলা চলমান রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, গভীর রাতে সেনাবাহিনীর একটি টহল টিম সদর রোডের জিলা স্কুলের সামনে চেকপোস্ট বসায়। তখন পলাশের আচরণ সন্দেহজনক হওয়ায় সেনা সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তার পরিচয় প্রকাশের পর আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।
সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ করে তার গ্রেফতারের দাবি করেছিল ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দা পলাশ তার দুই ভাই রাসেল ও সুমনসহ অন্যান্য সহযোগীদের নিয়ে মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.