নিজস্ব প্রতিবেদক// বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, সাংবাদিকদের শত্রু ভেবে রাষ্ট্রের উন্নতী করা কখনই সম্ভব নয়। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে রাজনীতিবিদদের ভুলগুলো তুলে ধরবেন, আর সেই ভুলগুলো সুধরে রাজনীতিবিদরা দেশের উন্নয়নে কাজ করবে এমনটাই হওয়া উচিত।
রোববার (২০ জুলাই) দুপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাংবাদিকদের সাথে নিয়েই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদকর্মীদের তিনি সর্বদা বলিষ্ট ভূমিকা রাখার দাবি করেন।
বরিশাল সদর রোডের টপ টেন প্লাজার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের মধ্যদিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছিলো। গনতন্ত্র ও ভোটের অধিকার বিনষ্ঠ করার অংশহিসেবে একটি মহল কেউ ইসলাম বিক্রি করে, কেউ জুলাইয়ের চেতনা বিক্রি করে নানাভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বিরোধীতা করলেই বিরোধী শক্তি হওয়া যায়না উল্লেখ করে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিগত ওয়ান ইলেভেনের সময়ও বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছিলো। সেসময় যেমন ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে এবারেও তারা ব্যর্থ হবে। ষড়যন্ত্রকারীদের মনে রাখা উচিত ইসলাম ও জুলাইয়ের চেতনা এ দেশের জনগণ কারও কাছে ইজারা দেয়নি। মুলত ইসলাম ও জুলাইয়ের চেতনাকে যারা বিক্রি করতে চাচ্ছে তারা গণতন্ত্রের শত্রু, এদেশের শত্রু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব শক্তি যারাই কম বেশি ভুমিকা পালন করেছেন তাদেরকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহবান করেন।
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রচার সম্পাদক আরিফ হোসেন, নির্বাহী সদস্য এম মিরাজ হোসাইন, নাসির উদ্দিন, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, কেএম এনায়েত হোসেন, ফিরোজ মোস্তফা, অপূর্ব অপু, আরিফুল ইসলাম, ফাহিম ফিরোজ, পারভেজ রাসেল, শাওন খান, নাজমুল রিপন প্রমুখ।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.