নিজস্ব প্রতিবেদক// বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ দীর্ঘ সময় ধরে কেড়ে নেওয়া হচ্ছে।
এ অবস্থায় বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো
১. অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ।
২. নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন।
৩. নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়া প্রতিফলিত হচ্ছে না এবং ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, “বিএম কলেজের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করুক।”
অন্য শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, “শিক্ষার্থীরা আজ দিশাহীন। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে পারছি না। আমাদের দাবি—গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। তা না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও জানিয়েছেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। তারা কলেজ প্রশাসনকে দ্রুত নির্বাচনের উদ্যোগ নিতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.