ইফতেখার শাহীন, বরগুনা// বরগুনা জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিষ্ট সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। একজন টেকনোলজিষ্ট দিয়ে চলছে প্রায় কয়েক হাজার রোগীর পরীক্ষা নীরিক্ষার সকল কার্যক্রম।
উপকূলীয় জেলা বরগুনায় একটি মাত্র সরকারী প্রতিষ্ঠান ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল ৷ দীর্ঘ দিন ধরে মেডিকেল টেকনোলজিষ্ট সংকট থাকায় রোগীদের পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে, আর চিকিৎসা সেবায় তৈরি হচ্ছে নানা ধরনের জটিলতা।
ল্যাবরেটরীতে মাত্র একজন টেকনোলজিষ্ট সকল পরীক্ষা নিরীক্ষাসহ রিপোর্ট তৈরি করছেন। এতে রোগীরা পরীক্ষার রিপোর্ট হাতে পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে দূর্ভোগ পোহাচ্ছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বরগুনা জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিষ্টের পদ পাঁচটি। অথচ সেখানে মাত্র একজন ব্লাড ব্যাংকে অন্যজন ল্যাবে দায়িত্ব পালন করছেন। বায়ো-ক্যামেষ্ট্রি, সেনোলজি, সেল কাউন্টার, ইলেক্ট্রোলাইট মেশিন এবং রিপোর্ট তৈরীকরাসহ প্যাথলজি বিভাগের সকল পরীক্ষা নীরিক্ষার কাজ মাত্র একজন টেকনোলজিষ্ট করছেন।
সরেজমিনে দেখা যায়, আউট সোর্সিংএ নিয়োগপ্রাপ্তদের দিয়ে করানো হচ্ছে রক্তের স্যাম্পল প্রসেসিং ও বিভিন্ন ধরনের টেষ্ট। বরগুনা জেলা ডেংগুর হটস্পট জোন হওয়া সত্বেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব।
সদরের গৌরীচন্না ইউনিয়নের দঃ মনসাতলী গ্রামের সাইদ হাসান জানান,আমি জ¦র নিয়ে রক্ত পরীক্ষা করতে এসেছি। রক্ত পরীক্ষা দিয়ে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হয়। এতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। এখানে জনবল কম থাকায় রোগীরা অনেক ভোগান্তির স্বীকার হচ্ছে।
এ ব্যাপারে বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম জানান, একজন টেকনোলজিষ্ট দিয়ে আমাদের সমস্যা পোহাতে হচ্ছে তবে, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে খুব শিঘ্রই এ সমস্যার সমাধান হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.