চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশন মেইন সড়কে নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান চালানো হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।
অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবক ৭ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার হন। তিনি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে একটি মানিব্যাগ, একটি মোটরসাইকেল এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা হাজাতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি সড়ক পরিবহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.