কলাপাড়ায় দিন দুপুরে ব্যবসায়ির ক্যাশ ভেঙ্গে টাকা চুরি
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ৮ শনিবার, ২০২১, ০৬:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক>> কলাপাড়ায় দিন দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙ্গে অন্ততঃ দেড় লক্ষাধিক টাকা চুরি হয়ে গেছে।
শনিবার দুপুর পৌনে দুই টার দিকে পৌরশহরের সুতাপট্রি এলাকার মো.শফিক মিয়ার জাল সুতার দোকানে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউই ছিলেন না। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ব্যবসায়ী মো.শফিক মিয়া জানান, তিনি বেলা দেড়টার দিকে নামাজ পড়ার জন্য মসজিদে যান। এসময় দোকনের কেচিগেট টেনে রেখে যান। নামাজ পড়ে এসে দোকানে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা দেখতে পান।
খুঁজে দেখেন কোন টাকাই নেই। তার বিক্রিসহ বিভিন্ন এলাকার পাইকাররা টাকা পাঠিয়েছে। সব মিলিয়ে টাকা গননা ছিল না। তবে এক থেকে টাকা দেড় লাক্ষ টাকার অধিক হবে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।