প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে ব্যারিষ্টার সাইফের মেধাবী শিক্ষার্থীদের বই প্রদান

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে একাদশ শ্রেণীর ( এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত) মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। কলেজ গর্ভনিংবডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তরুণ মেধাবী আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ ব্যক্তিগত উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের এ বই প্রদান করেন। ১৫ সেপ্টেম্বর (সোমবার) কলেজে একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে (ওরিয়েন্টশন) অধ্যক্ষ সৈয়দ এনামুল হকসহ শিক্ষক,,অভিভাবক ও গর্ভনিংবডির সদস্যদের উপস্থিতিতে সভাপতির পক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ দাদার নামে প্রয়াত বাবা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিংবডির সভাপতি হিসেবে ব্যাক্তিগতভাবে তিনি কলেজের উন্নয়ন ফান্ডে ১২ লক্ষধিক টাকা অনুদান দিয়েছেন এবং শিক্ষা সফরের ব্যবস্থা করেছেন।
এছাড়া তার প্রয়াত চাচা সৈয়দ নাজিমুল হক তৈয়বের নামে কলেজে বাৎসরিক ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তি চালু করেছেন। যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, কলেজের শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার জন্য বই ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তা করে যাচ্ছি। আমার লক্ষ্য শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.