সঞ্জিব দাস,গলাচিপা// আগামীকাল ২০ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন।
এ নির্বাচনে ১২ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানান।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান। তিনি জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১৮ সাল থেকে তার দায়িত্ব পালন করে আসছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ায় সহকর্মী বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন মশিউর রহমান।সাংবাদিক সঞ্জিব দাস কে মশিউর রহমান বলেন, “আমি ২০১৮ সালে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র প্রতিষ্ঠালগ্ন থেকেই সব সময় চেষ্টা করেছি ক্লাবের সুনাম ধরে রাখতে। ক্লাবের প্রতিটি সদস্যকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি। আমি এ যাবৎ দায়িত্বশীলতার সাথে ক্লাবটি পরিচালনা করে আসছি। যেহেতু আমি আবারও সভাপতি নির্বাচিত হয়েছি, আমি সব সময় এই প্রেসক্লাব এবং ক্লাবের প্রতিটি সদস্যকে নিজের বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করবো। তাদের সকল সময়ে পাশে থাকবো এবং ক্লাবের সার্বিক কল্যানে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও ৫টি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাবের পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয় রয়েছে।
২০ সেপ্টম্বর এ ক্লাবেই বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ক্লাবের ৫০ জন সদস্য ভোটার রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস। সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.