বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি (আইসিটি) ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
শেখ মোঃ মহসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মোমিন হাওলাদার, এইচ এম জাফর আহমেদ, মোঃ ফজলুর রহমান মোল্লা, নিলুফার ইয়াছমিন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় আইসিটি’র ব্যবহার শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগ শিক্ষার মান আরও সমৃদ্ধ করবে। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.