নিজস্ব প্রতিবেদক// বরিশালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরি। দেশবাসী বলছে সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আ. রব প্রমুখ।
দেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক যৌক্তিক কারণে ইতিমধ্যে তারা অনুভব করেছেন দেশ আসছে চলেছে পরিবর্তন। যার প্রাথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।
অ্যাডভোকেট হেলাল আরো বলেন, “জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকল প্রোপাগান্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াতকে এখন সবচেয়ে মানবিক, জনবান্ধব ও দেশ প্রেমিক দল হিসেবে দেখছে জনগণ।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.