নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতাকর্মী। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।
সদ্য জামায়াতে যোগদানকারীরা হলেন—বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মো. সাহেব আলী, মো. কোরবান আলী, মো. হুমায়ুন কবীর, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান আলী, মো. মনির হোসেন ও মো. আব্দুল মালেক।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।
জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি দীর্ঘদিন বিএনপির দলের সঙ্গে ছিলাম। এর আগে ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নম্বর কার্যকরী সদস্যের দায়িত্ব দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো লাগছে তাই জামায়াতে যোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলেন কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমান বলেন, নূর মোহাম্মদ নামে একজন বিএনপি করতেন। তা ছাড়া বাকিদের বিষয়ে আমি নিশ্চিত নই।
বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে তারা জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.