নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। এখানে জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও রোগীদের ২৪ ঘন্টার জন্য অবজাবেশনে রাখা হবে।
আজ রবিবার বেলা ১২টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বিভাগটির উদ্বোধন করেন। ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটি বর্তমানে ৪০ শয্যা হলেও পরবতিতে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
পরিচালক মশিউল মুনীর বলেন, এই ওর্য়াডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে। এখানে অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যাবস্থা, এসডিইউ সেবাও চালু রয়েছে।
তিনি বলেন ইতিপূর্বে এই বিভাগটি না থাকায় রোগীরা ভর্তি হয়ে নানা বিরম্বনার পড়তো সেটি এখন থেকে অনেকটাই লাঘব হবে। একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ তার পরীক্ষা-নিরীক্ষা এবং কি চিকিৎসা প্রয়োজন সেটা এখান থেকে নিশ্চিত করা হবে। যাতে করে তার হয়রানিও অনেকটা কম হবে।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নে অনেকটাই পরিবর্তন এসেছে সময় সাপেক্ষে হাসপাতালটি একটি আধুনিক মানের স্বাস্থ্য সেবা দিতে পারবে দক্ষিণাঞ্চলের মানুষকে।ইমারজেন্সি এন্ড ক্যাজুয়ালীটি বিভাগ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ডা. নজমুল আহসান, শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা. মুজিবুর রহমান তালুকদার, সহকারি পরিচালক ডা. মাহামুদ হাসানসহ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা। ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটিতে বর্তমানে ৩ শিফটে মোট ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩৬ জন নার্স ও ১৮ জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.