নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলায় বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাহিলাড়ায় লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বাস যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের স্বরূপকাঠি উপজেলা সদর থেকে ২২ জন যাত্রী নিয়ে লাবিবা পরিবহনের ওই বাসটি গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা অতিক্রমকালে মহিলাড়া মোল্লাবাড়ির সামনে এক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এ সময় ওই ব্যক্তির কোমর থেকে দেহটি বিচ্ছিন্ন হয়ে দুই ভাগে বিভক্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ওই ব্যক্তি হলেন মধুমতি ব্যাংক- বরিশাল শাখার কর্মচারী আব্দুল কাদের (৩৬)। তার বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামে। তিনি ওই গ্রামের তাজেল হাওলাদারের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.