নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বরিশাল বিভাগের ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পেলেন খাঁন আরিফ। তিনি বর্তমানে দৈনিক বরিশালের চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বরিশাল অঞ্চলে ভোরের চেতনা পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
খাঁন আরিফ দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে বরিশাল অঞ্চলের গণমানুষের কথা তুলে ধরতে তিনি সর্বদা সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে দৈনিক বরিশালের চোখ পাঠকমহলে সুনাম অর্জন করেছে। পেশাগত সততা, দায়িত্বশীলতা এবং নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি সহকর্মীদের কাছেও সমানভাবে সমাদৃত।
ভোরের চেতনা পরিবার মনে করছে, এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া সহজতর হবে। সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আমরা বিশ্বাস করি, খাঁন আরিফ তার অভিজ্ঞতা, যোগ্যতা এবং নিষ্ঠা দিয়ে নতুন দায়িত্ব সুনামের সাথে পালন করবেন। তিনি সংবাদপত্রের মর্যাদা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এদিকে সাংবাদিক মহল থেকেও খাঁন আরিফকে অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই মনে করেন, এই নিয়োগ বরিশালের সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকেও খাঁন আরিফের জন্য শুভকামনা জানানো হয়েছে। তার মাধ্যমে বরিশাল অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে বলে সবাই আশাবাদী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.