নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশন সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেন ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি এক স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারোহাট বাজারের একজন ব্যবসায়ী। সকালে সেবা ফিলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হঠাৎ তার মৃত্যুর সংবাদের এলাকায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম জানান, জয়নালের মৃত্যুর শোক সইবার মতো নয়। যদিও সে বিএনপি রাজনীতি সঙ্গে জড়িত কিন্তু তার সঙ্গে সকল মানুষের একটা সুসম্পর্ক ছিল। সে তার এলাকায় নাম করা একজন ব্যবসায়ী ও ছোট দারগারোহাট বাজারে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.