ইফতেখার শাহীন, বরগুনা// বরগুনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজানো আর মন্ডপ শোভিত করার কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। কারও হাতে তুলির আঁচড়, কেউ রঙে ভরিয়ে তুলছেন দেবী দুর্গার রূপ। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরগুনার প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি।
প্রতিমা শিল্পীরা দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিমা তৈরির কাজে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবার আড়ম্বর আয়োজনে পূজা উদযাপনে আশাবাদী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বরগুনা সদর উপজেলায় ২২টিসহ এবার জেলায় পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট ১২৯টি মন্ডপে। সুষ্ঠুভাবে প্রস্তুতির কাজ চলছে। সনাতন ধর্মাবলম্বিদের কাংখিত ঐতিহ্যবাহী দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।
প্রস্তুতির শেষ মুহূর্তে প্রাণের উৎসবে মেতে উঠতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।
এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলম জানান, জেলা পর্যায়ে এবং পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তার জন্য জরুরী কন্ট্রোল রুম থাকবে। সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তার ব্যাপারটা আমরা নিশ্চিত করব বলে আশা রাখি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.