লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় মো. জহিরুল হক নামে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।
তাবলীগ জামায়াতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, আমরা রংপুর থেকে ১২জন সাথী নিয়ে গত ২৯ আগস্ট লালমোহনে তাবলীগ জামাতে এসেছি। বর্তমানে সবাই মিলে দালালবাজার মসজিদে অবস্থান করছিলাম। তবে মঙ্গলবার আসরের নামাজের পর থেকে আমার চাচাতো ভাই জহিরুলের শরীর খারাপ লাগছিল। যার জন্য আরেকজন সাথীসহ তাকে স্থানীয় ফার্মেসিতে পাঠাই।
তিনি আরো জানান, এরপর তারা সেখান থেকে এসে মাগরিবের নামাজে অংশনেন। নামাজের রুকুতে গেলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল হক। এরপর মুসল্লিরা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুলকে মৃত ঘোষণা করেন। এখানে তার প্রথম জানাযা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.