নিজস্ব প্রতিবেদক// যশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চারখাম্বার মোড় ও কোতোয়ালি থানার সামনে প্রকাশ্যে দুবার হাতাহাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই পুরুষের মধ্যে প্রথম জনের সঙ্গে প্রায় ৩৬ বছর সংসার করেছেন ওই নারী। ওই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে। এ সংসারে থাকতেই দ্বিতীয় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে সেই পুরুষের সঙ্গে ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়ে করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে প্রথম স্বামী দাবি করা পুরুষ হোটেলে যান। এরপরই আজ দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যা থানা থেকে আদালত পর্যন্ত গড়ায়।
প্রথম স্বামী দাবি করা ব্যক্তি বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে আমাদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে। সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন। আমি তাকে যে কোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চাই।
ওই নারী বলেন, প্রথম স্বামীর সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতাম। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে দ্বিতীয় জনকে বিয়ে করেছি। আমি আর প্রথম স্বামীর সঙ্গে সংসার করব না।
দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তি বলেন, তার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি এবং এখন এক সঙ্গে থাকতে চাই। কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিনি।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। পরে ১৫১ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।
যশোর আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শান্তনু কুমার মন্ডল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.