মোঃ সাদ্দাম হোসেন //৩১ দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে বরিশাল জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে সদর রোড ও ফজলুল হক এভিনিউ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই কর্মসূচি কেবল রাজনৈতিক নয়, এটি জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমরা চাই বরিশালের সর্বস্তরের মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হোক।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমরা মাঠে নেমেছি। জনগণের পাশে থেকে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
লিফলেট বিতরণের সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, এ্যাডভোকেট আবুল কালাম শাহীন সব সময় আন্দোলন-সংগ্রামের সামনের কাতারে থেকেছেন। তার নেতৃত্বে বরিশালে গণআন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একইসঙ্গে প্রচারণায় যুক্ত হয় নতুন স্লোগান— “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।"
এ্যাডভোকেট শাহীন তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, “যুবসমাজই পরিবর্তনের মূল শক্তি। তাদের প্রথম ভোট ধানের শীষে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে এবং দেশ একটি সঠিক পথে অগ্রসর হবে।”
এ কর্মসূচির মাধ্যমে বরিশালের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তরুণদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.