নিজস্ব প্রতিবেদক// পুরনো শত্রুতার জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত মোঃ সোহেল ভূঁইয়ার ছেলে মোঃ দুলাল ভূইয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছেন একই গ্রামের রাসেল পাইক ও তার ভাই রানা পাইকের বিরুদ্ধে।
আহত দুলাল ভূইয়া বলেন, আমি গতকাল বিকাল ৪:৩০ মিনিটের সময় গৌরনদী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই,বাসা থেকে বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ড গয়নাঘাটা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপরে ৪:৪০ মিনিটের সময় পৌছা মাত্রই রাসেল পাইক ও তার ভাই রানা পাইক সহ তাদের সহযোগীরা আমার উপরে হাতুড়ি,লোহার রড,স্টিলের পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে কিছু না বলেই হামলা শুরু করেন।
হামলার এক পর্যায়ে আমি মহাসড়কের উপরে অজ্ঞান হয়ে পড়ে যাই। পড়ে উঠে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। এ বিষয়ে সাংবাদিকরা রাসেল পাইকের কাছে জানতে চাইলে রাসেল পাইক সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অনিচ্ছুক প্রকাশ করেন। এ বিষয়ে আহত দুলাল ভুইয়ার ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.