নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্র দলের সদস্য সচিব মোঃ ইমরান খানের নেতৃত্বে দুই কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩) সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান দুই কিশোরের মধ্যে একজনার গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে। আহত মোঃ রায়হান মোল্লা (১৭) পিতা মোঃ দুলাল মোল্লা জানান, বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্র দলের সদস্য সচিব মোঃ ইমরান খানের নেতৃত্বে মুশফিকুর রহমান হিরা, রেশাদ আকন, আরিফ, আব্দুল্লাহ আল জিহাদ, বেল্লাল মৃধা, রাহাত, সিয়াম, মিহাদসহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসী এসে পরিকল্পিতভাবে হামলা চালায়।
নাম প্রকাশের অনিচ্ছুক, আমতলী উপজেলার বিএনপির সিনিয়র নেতাকর্মীরা জানান, ইমরান খান দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের ওপর অত্যাচার, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এবিষয় আমরা আমতলী উপজেলাবাসী সেন্টার নেতাদের সাথে আলাপ আলোচনা করে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এঘটনায় ভুক্তভোগী পরিবার আমতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.