উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৪নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে রাজাপুর ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি দক্ষিন সাতলায় স্থানান্তর করার পায়তারার প্রতিবাদে বিক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ মিছিল করেছে।
এসময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন মোঃ রহিম বাহাদুর,মোঃ ইয়াসিন বেপারী, মোঃ শামশুল হক হাওলাদার, আব্দুর রাজ্জাক আকন। এছাড়াও উপস্থিত ছিলো শত শত নারী-পুরুষ ভোটার।
সুত্রে জানা যায় রাজাপুর ও দক্ষিন সাতলা দুইটি গ্রামে মোট ৩৪০১ ভোটারের মধ্যে রাজাপুর অংশে ২০৬০ ভোট রয়েছে। দক্ষিণ সাতলা অংশে ১৩৪১ ভোট। ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিতে দুই গ্রামের ভোটারদের যাতায়াতসহ সকল ধরনের সুবিধা ছিলো। উক্ত ভোট কেন্দ্রটি দক্ষিণ সাতলা দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় প্রস্তাবিত হওয়ায় ভোটারদের বড় একটা অংশ রাজাপুর গ্রাম থেকে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে ভোট কেন্দ্রে যেতে হবে। যাতে করে যাতায়াতের অনেক সমস্যা হবে। এলাকাবাসীর প্রাশাসনের কাছে দাবি রাজাপুর গ্রামে ভোটার বেশী তাই পূর্বের স্থান রাজাপুর ওয়ার্ল্ড ভিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ ভোটাররা। বিক্ষোভ মিছিল করে।
এসময় ভোট কেন্দ্রটি পুনঃবহাল না থাকলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ভোটাররা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.