নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের হাজির রাস্তার মাথা সংলগ্ন বাগা বাউফল সড়কে দুর্ঘটনা চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাউফল-বরিশাল মহাসড়কে রাস্তার উপড়ে বালি রাখায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে একটি সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন যাত্রী আবদুল্লাহ, সুজন, জিহাদ ও সিএনজি চালক হাবিব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবদুল্লাহ'র অবস্থার আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.