নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসক আনা হবে এবং প্রয়োজনে তাদের বিদেশেও পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে। এমনকি প্রয়োজনে তাদের বিদেশেও পাঠানো হবে। আজ জাতির জীবনে একটি বড় ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা দেশে আগে কখনও ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশের নয়।’
তিনি আরও বলেন, ‘পুরো রাষ্ট্র শোকাহত। আমরা ছয়জন উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছি। কয়েকজন মাইলস্টোন স্কুলেও গেছেন। বার্ন ইউনিটে আহতদের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।’
ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যা হারিয়েছি, তা কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়। আগামীকাল (মঙ্গলবার) জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজখবর নিচ্ছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.