বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওমুসলিম নিজামুদ্দিন পলাশ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার উমেশ চন্দ্র দেবনাথের ছেলে।
বাকেরগঞ্জ থানা ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল আরোহী নওমুসলিম নিজামুদ্দিন পলাশ কুয়াকাটা থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে (রেজিঃ নং-হ-১১-৮৪৭৫) বরিশাল ফিরছিলেন। এসময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী শ্যামলী পরিবহনের সাথে (রেজিঃ নং-১৫-১৫৫৪) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিজামুদ্দিন পলাশ নিহত হয়।দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.