নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন ফাতেমা হোটেলের আড়ালে দীর্ঘদিন থেকে বিক্রি হচ্ছিলো বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এমনকি হোটেলের মধ্যেই বসতো মাদক সেবনের আসর।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (২১ জুলাই) দিবাগত রাতে ওই খাবার হোটেলে দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- হোটেল মালিক ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি, হোটেল ম্যানেজার উত্তর কুমার বণিক।
স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক সম্রাট হিরা মাঝির ভাই মানিক মাঝি। রহস্যজনকভাবে বিষয়টি দীর্ঘদিন অজানা থাকলেও এবার আর শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিত্বে ওই হোটেলে সাহসী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গৌরনদী মডেল থানার একটি টিম ফাতেমা হোটেলে অভিযান পরিচালনা করেন। তবে অভিযান শুরুর কয়েক মিনিট পূর্বে ওই হোটেল থেকে কয়েকজন মাদক বিক্রেতা কৌশলে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে মাদকের বড় চালান নিয়ে তারা পালিয়ে গেছে। তবে এ অভিযানে ৪৯ পিস ইয়াবা, একশ' গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের হিসাবের খাতা, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে শীর্ষ মাদক কারবারীর হোটেলে মাদকের বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনার বিষয়টি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগোযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, উপজেলা প্রশাসন থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তারা মাঠে নেমেছেন। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতের সোর্পদ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.