নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আইএসপিআর।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন। আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা মেডিক্যালে ১ জন, ঢাকা সিএমএইচে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জনসহ চিকিৎসাধীন অবস্থায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকা মেডিক্যালে ৩ জন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জনসহ মোট ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.