বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ভুয়া ডাক্তার, লম্পট ও প্রতারক ফয়সাল মাহমুদ ওরফে মনির হাওলাদারকে গ্রেপ্তারের দাবিতে বাহাদুরপুর ও নন্দপাড়া গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজার সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফিরোজ হাওলাদার, নূর হোসেন হাওলাদার, পিয়ারা বেগম, বিথি আক্তার, শান্তা আক্তার, রুপা আক্তার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের পুত্র মনির হাওলাদার ওরফে ফয়সাল মাহমুদ একজন লম্পট ও প্রতারক। একাধিক বিবাহ করা তার নেশা ও পেশা। এলাকায় থাকাবস্থায় তিনি নিজেকে কখনো মানবাধিকার কর্মী, সরকারি চাকুরিজীবী, এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের দোসর যুবলীগ নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্ম করেছেন।নিজেকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমানের ক্যাডার পরিচয় দেয়ায় ওই সময় থানা পুলিশ তার ভয়ে মামলা নিতে সাহস পেত না।
বক্তারা আরও বলেন, বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বেই তিনি ঢাকায় গিয়ে নিজের নাম মনির হাওলাদার পাল্টে ফয়সাল মাহমুদ বলে পরিচয় দেয়। এমনকি তিনি এসএসসি পাশ না করলেও নিজেকে একজন ডেন্টাল ডাক্তার বলে প্রচারণা চালিয়ে রোগী দেখতে শুরু করেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে এসে দ্বিতীয় স্ত্রী ও ভাড়াটে লোকজন নিয়ে বাহাদুরপুর প্রথম স্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাঁধা দিতে গেলে প্রথম স্ত্রী মায়া বেগম ও জামাতা পল্লী চিকিৎসক সোহেলকে মারধর করে জখম করে। উপরন্তু তিনি নিজেকে ভুয়া মিডিয়াকর্মী পরিচয় দিয়ে থানায় প্রভাব বিস্তার করে একটি মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন হলেও দোসর মনির হাওলাদার ওরফে ফয়সাল মাহমুদ কিকরে এখনো নিজেকে ভুয়া ডাক্তার ও মিডিয়া কর্মী পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মোল্লাকে নিয়েও ভুয়া ডাক্তার ফয়সাল মাহমুদ তার নিজস্ব আইডিতে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা অবিলম্বে চাঁদাবাজ ও প্রতারক মনির হাওলাদার ওরফে ফয়সাল মাহমুদকে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.