লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষের ডাক- ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন স্টুডেন্টসদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় সংগঠনটি সৃষ্টি মডেল একাডেমি, করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজ, সরকারি শাহবাজপুর কলেজ, নয়ানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
লালমোহন স্টুডেন্টসদের অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদুল ইসলাম নয়ন বলেন, আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। শুধু আজকের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, এ কর্মসূচি লালমোহন থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ুক।
এছাড়া এই বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে আরো সক্রিয় করে তোলাই
আমাদের মূল উদ্দেশ্য।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.