নিজস্ব প্রতিবেদক// বরিশালে শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডে বেলুন উড়িয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় সচেতনতামূলক নানা ধরনের প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন পুলিশ সদস্যরা। এছাড়াও চালকদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এর মাধ্যমে ফিটনেস ও রেজিস্টেশনবিহীন গাড়ি যাতে না চলতে পারে সেদিকে নজরদারি বাড়ানো হবে। এছাড়া পূজা উপলক্ষে মহানগরীতে যানজট নিরসনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুলিশ সপ্তাহ।
পরে পুলিশ সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের হয় সদর রোড এলাকায়। এতে পুলিশ কমিশনারসহ পুলিশের অনান্য কর্মকর্তা অংশগ্রহন করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে পুলিশ সপ্তাহ চলবে ২ অক্টোবর পর্যন্ত ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.