মোঃ তরিকুল ইসলাম// পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজ এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’ এই স্লোগানকে সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেত সংলগ্ন নদী তিরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় নদী তীরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, পিরোজপুর জেলা স্কাউট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন খান উপস্থিত ছিলেন।
নদী বন্ধু সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলন, নদী বন্ধু সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সাংবাদিক দেবদাস মজুমদার।
পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতিত্বে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করের নদীবন্ধু মো. আলামিন বাকলাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপু জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সাথে মানুষের জীবন প্রবাহে একাকার। তাই নদীর দূষনমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সূরক্ষা করতে হবে। তাই আমাদের সকলকে নদীর বন্ধু হতে হবে, নদীকে বাঁচাতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.