নিজস্ব প্রতিবেদক// ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৫ জনে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ১৫৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, রাজশাহীতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে একজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৬ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ১৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।
ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৯৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.