প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বরিশাল-৩ আসনে ধানের শীষে নির্বাচন করবেন জয়নুল আবেদীন: বাবুগঞ্জে বক্তব্যে দিলেন দৃঢ় বার্তা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দোড়গোড়ায় আসবো।
তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারবো কিনা জানি না। তবে নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। এটা আমার অঙ্গীকার।
সোমবার গণসংযোগ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদীন আরও বলেন, একটা পক্ষ পিআর-টিআর করছে, আমি তাদের বলতে চাই—এই দেশে এখন আর পিআর-টিআর দিয়ে কিছু হবে না। বিএনপি নেতাকর্মীরা যখন মাঠে নামবে, তখন দুষ্কৃতকারীরা ভেসে যাবে।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই বার্তা পৌঁছে দিতে আমি এসেছি। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সবসময় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটি দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেন। নিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, বাবুগঞ্জ যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.