নিজস্ব প্রতিবেদক// প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বরিশালের বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্তরের নাগরিকদের ব্যানারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্ক সংলগ্ন লেক নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয় “ডিসি লেক”। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ও অসামাজিক কাজের অজুহাতে ইটের দেয়াল দিয়ে লেকটি খাঁচায় বন্দি করা হয়েছে। কোনো ভাবেই কাম্য নয়। প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে খাঁচাবন্ধি লেকটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দাবি জানান বক্তারা।
এখানে মাদক সেবন বা অসামাজিক কোনো কাজ হয়ে থাকলে তা বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায়, সিসিটিভি ক্যামেরা লাগানো যায়, পুকুরের পাশে আরো লাইটপোস্ট দিয়ে আলো বাড়ানো যায়। কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে নাগরিকদের বঞ্চিত করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়।’
তারা বলেন, ‘নাগরিক মতামতকে উপেক্ষা লেকটি খাঁচা বন্দী করা জেলা প্রশাসককে স্বেচ্ছাচারী দখলদারিত্বমূলক আচরণ। যা ৫ আগস্ট পরবর্তী সম্পূর্ণ গণবিরোধী একটি কাজ। বক্তারা অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্কসংলগ্ন লেকের পাশে এই প্রাচীর নির্মাণ বন্ধ করে জলাশয়টি উন্মুক্ত রাখার দাবি জানান।’
উল্লেখ্য বরিশালে নগরীর বেলস পার্ক (সাবেক বঙ্গবন্ধু উদ্যান) লাগোয়া ডিসি লেকের চার পাশ প্রাচীর দিয়ে বন্ধ করা হচ্ছে। গত প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন সামাজিক ও ধরে বিভিন্ন সংগঠন পক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। দাবি উপেক্ষা করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
মানববন্ধন বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, জেলা( দক্ষিণ) বিএনপি সদস্যসচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. হিরণ কুমার দাস মিঠু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশালের নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষক কমিটির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম খান রাজন, বরিশালের নাগরিক সমাজের সদস্যসচিব ডা. মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.