স্টাফ রিপোর্টার : বরিশাল জেলায় শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বইমেলা বাস্তবায়নের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিবের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আবদুল হান্নানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.