স্টাফ রিপোর্টার, বরিশাল ক্রাইম ট্রেস ডটকম : ‘কনটেন্ট ইজ কিং’ এক নিবন্ধে লিখেছিলেন বিল গেটস। কবে? সেই ১৯৯৬ সালে! আজকের পৃথিবীতে, অর্থাৎ ইন্টারনেটের এই দুনিয়ায় ‘কনটেন্ট’ই যে ‘রাজা’ হয়ে উঠবে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সেটা অনুমান করেছিলেন আজ থেকে প্রায় ৩০ বছর আগেই।
কিন্তু কনটেন্ট ক্রিয়েটর, অর্থাৎ কনটেন্টের নির্মাতারা যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, সেটা কি বিল গেটসও ভেবেছিলেন? জাতীয় ও আন্তর্জাতিক সব পর্যায়েই অর্থনীতি থেকে শুরু করে রাজনীতিতে বড় প্রভাব রাখছেন কনটেন্ট ক্রিয়েটররা।
বাংলাদেশেও এখন অনেকে কনটেন্ট তৈরি করছেন, যা আমরা দেখতে পাই ভিডিও, পডকাস্ট, লেখা, ব্লগ, ভ্লগ, নানা আকারে। দেশি কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা আগের চেয়ে এখন অনেক বেশি, বিশেষত কোভিড-পরবর্তী সময়টাতে এই ক্যারিয়ারের উত্থান আমরা দেখেছি। তবে যথাযথ অভিজ্ঞতা ও সঠিক তথ্যের অভাবে অনেকেই এই পথে পা বাড়িয়ে বিপদে পড়ছেন, বিপথে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বরিশালের ভাটিখানা এলাকার আরাফাত সেরনিয়াবাত ও পুরাতন হাটখোলা এলাকার সৌরভ ঢালী সখের বসে ১ মে, ২০২৫ইং তারিখে একটি ফানি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক “আরফাত সেরনিয়াবাত” নামে আইডিতে পোস্ট করলে তা মুহুর্তেই সারাবরিশালে ছড়িয়ে পরলে আলোচনায় আসেন এই দুই কনটেন্ট ক্রিয়েটর। তারা বর্তমানে বরিশালের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বরিশালের ইতিহাস ও ঐতিয্য তুলে ধরে ভিডিও তৈরি করছেন। এদের বর্তমানে (02 Media Famaly) Toutube Chaneel ও ফেইসবুক এ নিয়মিত পোস্ট করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.