প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
তারেক রহমানের প্রস্তাব বাস্তবায়ন করছি:এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাব রেখেছেন। এর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। আমি তারেক রহমানের প্রস্তাব চরফ্যাশন-মনপুরায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ দিনের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, চরফ্যাশন ও মনপুরা আসনের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্বাধীনতার পর এখনও এখানে মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব শুধুমাত্র লিফলেট বিতরণ করলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। আমি চাই মানুষ আমার জনকল্যাণমূলক কাজগুলো দেখে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিক, যাতে বিএনপি জয়ী হয়।
উক্ত অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা ও দুলারহাট থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নুরাবাদ ইউনিয়নের নুরইসলাম (৬৫), মকবুল আহাম্মেদ (৮৫) ও সেতারা বেগমসহ শতাধিক চিকিৎসা গ্রহণকারী জানান, আমরা চোখে তেমন দেখতে পারছিলাম না। আজ বিনামূল্যে চিকিৎসা, চোখের ড্রপ ও চশমা পেয়েছি। চোখে আলো ফিরেছে। এজন্য আমরা এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়াকে ধন্যবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.