প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন: ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের কড়া বার্তা সাম্রাজ্যবাদ বিরোধে

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদরিগেজ গনজালেজ বলেছেন, ভেনেজুয়েলা বর্তমানে সাম্রাজ্যবাদী শক্তির হুমকি ও চাপের মুখে রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বহরের পারমাণবিক সাবমেরিনের উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলবর্তী ক্যারিবিয়ান সাগরে শুধু ভেনেজুয়েলার নয়, পুরো লাতিন আমেরিকার জন্যই গভীর হুমকি।
রাষ্ট্রদূত বাংলাদেশের সংগ্রামী জনগণ ও সংহতি আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ একতরফা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক ব্যাংকগুলোতে সম্পদ জব্দের কারণে ভেনেজুয়েলার জনগণ কঠিন সময় পার করছে। অথচ দেশটিতে বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডারসহ সোনা, হীরা, কয়লাসহ অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ মজুদ রয়েছে, যা লোভী শক্তিগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ভেনেজুয়েলার জনগণের অদম্য মনোবল তুলে ধরে রাষ্ট্রদূত গনজালেজ বলেন—ভেনেজুয়েলা শান্তিপ্রিয় জাতি, তবে আমাদের সার্বভৌমত্ব বিক্রয়ের জন্য নয়। আমরা কখনও আত্মসমর্পণ করব না এবং নতুন কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত।
বুধবার সকাল সাড়ে ১১টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস।
বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের সদস্য সচিব সুজন আহমেদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির মোজাম্মেল হক ফিরোজ, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, স্থপতি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান মেনন সরদার, বৈশ্বিক কৃষক সংহতি সমিতির সভাপতি এম জাহাঙ্গীর খান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.