নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্যান্ডেল ঘেরা বাড়িতে চলছিল বাল্যবিয়ের আয়োজন। বাজছিল বিয়ের গান। কেউ কেউ টেবিলে বসে ভোজও সারছিলেন। অষ্টম শ্রেণিপড়ুয়া ইতি খাতুনকে ঘটা করে বিয়ে করতে এসেছিলেন বরও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির সেই চিত্র।
বাল্যবিয়ে করতে আসার অপরাধে বর বাহারুল ইসলামকে (২৫) দুই মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। একই সঙ্গে বরকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। শিক্ষার্থী ইতি খাতুন ওই গ্রামের শামসুল হকের মেয়ে।
নাজিরপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইতি খাতুনকে বুধবার (০১ অক্টোবর) বিয়ের সাজে সাজানো হয়েছিল। বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়ে ইতি জানায়, অনেক দূর পর্যন্ত লেখা-পড়ার ইচ্ছে আমার।
কিন্তু পিতামাতা আর প্রতিবেশীর চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। সময় মতো এসে বাল্যবিয়েটি বন্ধ করায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা। এখন আবার বিদ্যালয়ে যেতে পারব, সহপাঠীদের সঙ্গে খেলা করতে পারব ভেবে আনন্দ হচ্ছে।
বাল্যবিয়ে করতে আসা বর বাহারুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের নবির উদ্দিনের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী। মেয়ে দেখতে ভালো হওয়ায় দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী।
তিনি বলেন, ‘বার বার বাধা নিষেধ করলেও কন্যার পিতা সামসুল তা মানেননি।’ নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দূরন্ত ও চঞ্চল প্রকৃতির মেয়ে ইতি শিক্ষার্থী হিসেবে খুব ভালো। শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও পারদর্শী। অথচ খেলাপড়া বন্ধ করে জোর করে বিয়ে দিচ্ছিল পরিবারের লোকজন।
শিক্ষক হিসেবে তিনি বাল্য বিয়েটি বন্ধের জন্য চেষ্টা করেছেন। বিয়ে বন্ধ করে বরের জেল-জরিমানায় তিনিও খুশি। বরের জেল-জরিমানার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা করা হবে। যাতে বাল্যবিয়ের সম্পর্কে জেনে নারী শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আরও সাহসী হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালান তিনি। এ সময় বরকে হাতেনাতে ধরা হয়। বাল্যবিয়ের শাস্তি হিসেবে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে মেয়ের পরিবারকেও।
তিনি বলেন, বাল্যবিয়ের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অল্প বয়সে মা হওয়া। মা হতে গিয়ে অনেক সময় জরায়ু ছিঁড়ে যাওয়াসহ জরায়ুতে ক্যানসারের আশঙ্কা থাকে। জেনে না জেনে কিশোরীদেরকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে পরিবারগুলো।
বাল্যবিয়ে প্রতিরোধ ও এর কুফল নিয়ে বিদ্যালয়গুলোতে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন তিনি। কিশোরীরা নিজের বাল্যবিয়ে রোধ করলে পুরস্কারও দেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.