প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
চরফ্যাশনে পূর্ব বিরোধে রাতের আধারে দু’জনকে কুপিয়ে জখম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব বিরোধের জের ধরে রাতে মো. নাসির মুন্সি (৬৫) ও তার ছেলে সালাউদ্দিন (৩৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে চরমানিকা ৪ নম্বর ওয়ার্ড গণস্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে আশ্রাফ আলী সিকদারের বাড়ির দরজায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের মোস্তফা মুন্সীর ছেলে মো. বাবুল (৫০), তার ছেলে সোহাগ (৩০), এবং হান্নানের ছেলে রায়হান, শায়হান ও শাহিনসহ তাদের সহযোগীরা।
বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন নাসির মুন্সি বলেন, দক্ষিণ আইচা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হামলাকারীরা উৎপেতে থেকে আমাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়েছে। আমার ক্ষতস্থানে ১৮ টি সেলাই দেওয়া হয়েছে। আমার ছেলেকেও কুপিয়েছে এবং মারধর করা হয়েছে, তার কোমড়ে প্রচণ্ড ব্যথা আছে। আমরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি এবং অপরাধীদের বিচারের দাবি করছি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা এর আগেও নাসির মুন্সি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ রয়েছে। তারা এর সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছেন।
অভিযুক্ত মো. বাবুল মুন্সীকে পাওয়া যায়নি। তবে তার ছেলে সোহাগ বলেন, আমাদেরকে হয়রানি করায় আমরা হামলা করেছি। নাসির মুন্সি ও তার ছেলে সালাউদ্দিন অস্ত্রের কোপে আহত হয়নি। দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.