প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
নলছিটিতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে জীবন যাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা,তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.