নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে শান্তি প্রতিষ্ঠা হবে। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে শান্তি প্রতিষ্ঠা হবে।
একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয় জাতিরও নেতৃত্ব দেবে। দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সকল ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে। এসময় পরস্পরবিরোধী দ্বন্দ্বে না লিপ্ত হয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.