উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের শোলোক ইউনিয়নের সেনেরহাট বাজারে ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ভান্ডারী স্টোর নামের একটি দোকান থেকে, আনুমানিক ভোর রাত ৪টা ৩০ মিনিটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থাপনাগুলোতে, যার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি অফিসও সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের তথ্য অনুযায়ী, আগুনে মোট ১০টি দোকান পুড়ে গেছে এবং ব্যবসায়ীরা প্রাথমিকভাবে তাদের ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে ধারণা করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, সামান্য সময়ের মধ্যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
শোলো ক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রফেসর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন,
“ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তাদের লোকেশন সঠিকভাবে শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। তবে পৌঁছানোর পর তারা আন্তরিকভাবে কাজ করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানগুলো যেন নতুন করে দাঁড় করানো যায় সেদিকে সকলের সহযোগীতা থাকতে হবে। যদি আগুনের সূত্রপাত, বিদ্যুৎ বিভ্রাট বা টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সব লাইন ও সংযোগ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা, যাতে ভবিষ্যতে এরকম ঝুঁকিপূর্ণ অন্য কোনো বাজার না থাকে।
সেনেরহাট বাজার ষোলোক ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ের বাজার, যেখানে মূলত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ব্যবসায়ীরা কাজ করেন। এ কারণে অগ্নিকাণ্ডের প্রভাব শুধু টাকার নয়, মানুষের জীবিকার উপরেও গভীর প্রভাব ফেলেছে।”
বাজার কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রশাসনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সহায়তা পেলে তারা আবার ব্যবসা শুরু করতে পারবেন।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রতিনিধি ও দোকান মালিকগণ প্রশাসন, সমাজের সহৃদয় ব্যক্তি ও ব্যবসায়িক সংগঠনগুলোকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জীবিকা পুনঃস্থাপন করতে পারেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।